দৈনিক সাদাক্বাহ

যে কোনো সাদাকাহ পাঠানোর জন্যে –

A/C Name: Naseeha Foundation (Sadaqah Fund)
A/C Number: 20502070100711207
Routing Number: 125264639
Islami Bank Bangladesh Limited, Uttara Branch

জাকাত পাঠানোর জন্যে-

A/C Name: Naseeha Foundation (Zakat Fund)
A/C Number: 20502070100711106
Routing Number: 125264639
Islami Bank Bangladesh Limited, Uttara Branch

মোবাইল ওয়ালেট সমূহ –

Bkash/Nagad/Rocket: 01311060705 (Personal)
Bkash/nagad : 01311066033 (Merchant)

টাকা পাঠানোর সময় Reference এ কোন খাতে পাঠাচ্ছেন উল্লেখ করুন ।

সায়ীদ ইবনে ইয়াসার (রহঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি হালাল উপায়ে অর্জিত মাল সদকা করে, আল্লাহ তা’আলা হালাল অর্থাৎ পবিত্রকেই কবুল করেন – তাহা হইলে উক্ত সদকা সে আল্লাহর হাতে দিল। আল্লাহ্ পাক তাহাকে এইভাবে লালন-পালন করেন, যেইভাবে তোমরা ঘোড়ার বাচ্চা কিংবা উটের বাচ্চা লালন-পালন কর। শেষ পর্যন্ত সেই সদকা (বর্ধিত হইয়া) পর্বতসমান হইয়া যায়।

এই খাত থেকে সাধারণ খাতসমূহে ব্যয় করা হয় যেমন- মসজিদ নির্মাণ, অফিস স্টাফদের বেতন, ভলান্টিরদের জন্যে ব্যয় ইত্যাদি।